শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ আন্তজাতিক নারী নির্যতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশ ব্যাপি পরিচালিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বগুড়ার শেরপুর উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতার” সম্মানে ভ‚ষিত হয়েছেন শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ীর গ্রামের জুলফিকার আলীর স্ত্রী মোছাঃ মজিদা বেগম।
সোমবার ৯ ডিসেম্বর দুপুরে শেরপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতার”র হাতে ক্রেস তুলে দেন প্রধান অতিথি শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নব নির্বাচিত বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমির হামজা, ভেটেরিনারি সার্জন পিএএ ডাঃ মোঃ রায়হান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, সিল্পপ, সুমন প্রমুখ।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক