মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ, শ্লোগানে উদযাপিত হয়েছে পঞ্চগড় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।সোমবার সকাল ১০ টার সময় জেলা শহরে অবস্থান পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মূল ফটকের চত্ত¡র থেকে জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তর, পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং পরস্পর এনজিও এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে শেরেবাংলা মোড়ে অবস্থান কালে শেষ হয়। পরবর্তীতে র্যালি শেষে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বেলুন ও শান্তির পাখি কবুতর উড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং পরস্পর সংস্থা এর আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও পরস্পর সংস্থা নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকি, আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান বাবলা, জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক এসময় আরও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ,শিক্ষক-শিক্ষার্থী এবং ইলেকট্রনিক্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। এ দিকে আলোচনায় বক্তব্যে আলোচকারা বলেন সকল কাজে আমরা দুর্নীতি করবো না এবং দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে থাকবো সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত