এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মাসুদ, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ সচেতন নারী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
নানা প্রতিকুল অবস্থা পেড়িয়ে জীবন সংগ্রামে সফল জননী হিসেবে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মাহবুবা ইসলাম, সফল জননী নারী উম্মে হানী বেবী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মেহেরুন্নেসা , শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী হাসিনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা পালন কারী নারী রোজী ইসলাম কে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।এছাড়াও অনুষ্ঠানে বক্তারা মহিয়ষী নারী বেগম রোকেয়ার সফলতার জীবনকাহিনী আলোচনার মাধ্যমে যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে আগামী প্রজন্মকে সাহসিকতার সাথে মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬