মিয়া রাকিবুল,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি পরিত্যক্ত ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার মিঠাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে ওই পরিত্যক্ত ডোবায় একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসা হয়।লাশটি উদ্ধারকালে নবজাতকটির গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ও দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।কে বা কারা নবজাতকটিকে ডোবায় ফেলে গেছে, সে ব্যাপারে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম দৈনিক গণমানুষের আওয়াজকে নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত