আতিকুর রহমান শুভঃ রুম্পা হত্যার প্রতিবাদ ও মেয়েদের সামাজিক নিরাপত্তার দাবিতে মানব বন্ধন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডি ০৫ নাম্বার রোডেবিকেল তিনটার দিকে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা । যেখানে তারা রুম্পার হত্যার বিচারের জোড় দাবি জানায় এবং আর যেন কোন রুম্পার প্রান অকালে ঝড়ে না পরে সেই লক্ষ্যে মেয়েদের সামাজিক নিরাপত্তা আরো জোরদার করার দাবি জানায়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সন্মানিত এডভোকেট এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ছাত্র জনাব এডভোকেট খালেদ মাসুদ।
মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী মাহবুব লিংকন এবং মনিরুল ইসলাম। এছাড়াও মানব বন্ধনে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ছাত্র কাজী এমদাদুল হক, মুসাব্বির মাহমুদ সানি এবং কেফাতুল্লাহ প্রিয়। এই মানব বন্ধনের উদ্যোগ নিতে অগ্রনী ভুমিকা পালন করে অমিত রসুল অপি, হাসান তাসিন, সেজুতি, শিখা, মুনিরা এবং সিয়াম চৌধুরি সহ আরো অনেকে। সব শেষে এডভোকেট খালেদ মাসুদ সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানব বন্ধনের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক