আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ‘মানবতার টানে,পাশে আনে’ এই স্লোগান নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় চালু হল মানবতার দেয়াল।কয়েকজন তরুণের উদ্যোগে উপজেলা সদর বাজারে এই দেয়াল চালু হয়েছে।এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল আরোও চারটি স্থানে মানবতার দেয়াল তৈরি করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।
এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কলেজ রোডের তিন নম্বর গেইটে মানবতার এই দেয়াল উদ্বোধন করা হয়।
‘মানবতার দেয়ালে আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান’ এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। কেউ বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক