গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরের শৈলাট এলাকায় এলকোওয়্যারস কেবলস লিমিটেডের বানিজ্যিকভাবে উৎপাদনের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর )বেলা ১১ টায় রুপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী উবায়েদ উল্লাহ আল মাসুদ এটি উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন এলকোওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান রানাদেব দাস গুপ্ত।ব্যবস্থাপনা পরিচালক তারেক মাহমুদ মতিন ছাড়াও কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীগণ।
এসময় উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন উন্নত মেশিনে উন্নত প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে উন্নত মানের কেবলস তৈরি করাই এলকোওয়্যারসের লক্ষ্য।উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে তারা তৈরি করবে আন্তর্জাতিক মানের কেবলস। তাদের তৈরি কেবলস সকল ধরণের বিদ্যুৎতিক দূর্ঘটনার ঝুঁকি কমাবে। উদ্বোধন শেষে কোম্পানিটির বিভিন্ন সাইট পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা। এবং রুপালি ব্যাংকের মহাপরিচালক জনাব উবায়েদ উল্লা আল মাসুদ পরিদর্শন শেষে কোম্পানিটির সমৃদ্ধি কামনা করে একটি বৃক্ষ রোপণ করেন।
আরও পড়ুন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
বোরহানউদ্দনে নির্যাতনের শিকার সেই তানিশার পড়াশোনার দায়িত্ব নিলেন “জীবন মাহমুদ”