জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: পেট্রল পাম্পের মালিকদের কমিণ ৭ দশমিক ৫ ভাগ বৃদ্ধি এবং তাঁরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান তা নিশ্চিতকরনসহ ১৫ দফা দাবীতে খুলনাসহ রাজশাহী ও রংপুর বিভাগের সাথে নওগাঁ জেলাতেও গতকাল রবিবার সকাল থেকে প্রেট্রলপাম্প ও ট্যাংক লরী মালিক, শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের আওতায় জেলার সকল পেট্রলপাম্প বন্ধ রয়েছে। কোন যানবাহনে জ্বালঅনী সরবরাহ করা হচ্ছেনা। এর ফলে মোটরসাইকেলসহ সকল যানবাহন মালিকরা প্রেটøল সরবরাহ না পেয়ে বিপাকে পড়েছেন।
নওগাঁয় পেট্রলপাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক এক্য পরিষদের ডাকে ধর্মঘট শুরু হয়েছে

আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩