নীলফামারীর ডোমারে আসাদুজ্জামান চয়নকে আহবায়ক ও তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়কে সদস্য সচিব করে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিটি গঠন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার।
এ সময় মুক্তিযোদ্ধা সন্তান তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রায়, নরেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জামান চয়ন, জনি আলম সিদ্দিকী, রাকিব হোসেন রন, বেলাল হোসেন প্রমুখ।
কমিটির সদস্যরা হলেন, আহবায়ক আসাদুজ্জামান চয়ন, যুগ্ম আহবায়ক এ.এক.এম শাহাদাৎ হোসেন, নুর হোসেন দুলাল, আবু তাহের, সুমন ইসলাম, আঞ্জুমান আরা রহমান ইতি, সদস্য সচিব তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ সহ ২৯ জনকে সদস্য করে কমিটি গঠন হয়েছে।
-মোঃ রিমন চৌধুরী-
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা