হোম » সারাদেশ » ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে হাতীবান্ধায় সমাবেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে হাতীবান্ধায় সমাবেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলার প্রতিবাদে লালমনিরহাটে সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গত বুধবার (২৮ আগস্ট) জেলার মধ্য অঞ্চল হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিসাস আলম, কালের কণ্ঠ লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক, নিউজটোয়েন্টিফোরের রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান দুলাল, মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট শাখার সম্পাদক আসাদুজ্জামান সাজু, সভাপতি খোরশেদ আলম সাগর, নিউজটোয়েন্টিফোরের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসান, ডেইলি সানের লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, ঢাকা পোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন প্রমুখ।
এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের নিন্দা জানান এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
-মিজানুর রহমান-

Loading

error: Content is protected !!