জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৪৭০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। ১৪ নং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম, জি-প্লাস বলেন, গত বুধবার রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল কালামের নেতৃত্বে বিজিবি সদস্যরা চকরহমত গ্রামে অভিযান চালায়।
অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল আটক করা হয়। অপরদিকে বুধবার রাত ২টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলিয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কল্যাণপুর নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। তবে চোরাকারবারীর বিজিবির অভিযান টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৮ হাজার টাকা।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত