হোম » সারাদেশ » ভৈরবে সাবেক সাংসদ পাপনের বিরুদ্ধে মামলা 

ভৈরবে সাবেক সাংসদ পাপনের বিরুদ্ধে মামলা 

ভৈরবে   বিএনপির অস্থায়ী  দলীয় কার্যালয় ভাংচুর, মূল্যবান জিনিসপত্র  চুরি ককটের বিস্ফোরণ সহ নানা অভিযোগে আলম সরকার বাদী হয়ে  সাবেক সাংসদ ও বিসিবি  সভাপতি নাজমুল হাসান পাপন কে প্রধান আসামি  করে ১৪০ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় মামলা দায়ের করেছে।
বিসিবির সাবেক সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপন কে প্রধান আসামী করে দায়ের করা মামলায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক  আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব -৩ সাখাউয়াত উল্লাহসহ ১শ ৪০ জনের নাম উল্লেখ করে  মামলাটি দায়ের করা হয় ।
মামলার বিবরনে জানাযায়, গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাংচুর, মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে । এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক  ১ পুলিশ কমর্কর্তা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
-এম আর ওয়াসিম-

Loading

error: Content is protected !!