বগুড়া জেলায় পাঁচ বছরের রেকর্ড ভেঙে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জেলার মোট ২৩টি এল এস ডি’র মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয় বলে জানা গেছে। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কিন্তু চলতি বছরে বোরো ধান সংগ্রহে ১১৬৫২ মেট্রিক টন লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। একই সাথে সিদ্ধ চাল সংগ্রহে ৫৫ হাজার ৪৩৭ মেট্রিক টন এর স্থলে ৫৬ হাজার ৪১৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ লক্ষ্যমাত্রা আরো ছাড়িয়ে যাবে বলে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিগত পাঁচ বছরের রেকর্ড ভেঙে বোরো ধান- চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার জেলা সকল কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির জানিয়েছেন। ২০২০ সালে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৪৮৬৬ মেট্রিক টন এর স্থলে অর্জিত লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬৩৪ মেট্রিক টন, সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার ৭২০ মেট্রিক টন অর্জিত লক্ষ্যমাত্রা ছিল ৫৯ হাজার ৭৩৮ মেট্রিক টন। ২০২১ সালে ধান ২৫ হাজার ১৮৬ মেট্রিক টন এর স্থলে অর্জিত লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৬০৫ মেট্রিক টন। সিদ্ধ চালে লক্ষ্যমাত্রা ছিল ৬২৭২০ মেট্রিক টন অর্জিত লক্ষ্যমাত্রা ৫৯ হাজার ৭৩৮ মেট্রিক টন। ২০২২ সালে ধানের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৩৪১ মেট্রিক টন, অর্জিত হয় ৫৭৬৭ মেট্রিক টন। সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৬৪ মেট্রিক টন, অর্জিত হয় ৩৭৮০৩ মেট্রিক টন। ২০২৩ সালে ধানের লক্ষ্যমাত্রা ছিল ১৪১২৮ মেট্রিক টন অর্জিত হয় ১৩২৪১ মেট্রিক টন। সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ৬৩৯ মেট্রিক টন এর স্থলে ৬৪ হাজার ১৫৫ মেট্রিক টন।
-রায়হানুল ইসলাম-
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা