সাঈদুর রহমান চৌধুরী ,চট্টগ্রাম প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাছিনা । বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি প্রকল্প সহ মোট চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ প্রকল্প গুলো সম্পকে সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ভিডিওচিত্র প্রদর্শন করেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে একসময় অনেক সমস্যা ছিল । আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর শান্তি চুক্তির মাধ্যমে এসব সমস্যার সমাধান হয়েছে। এক সময়ের অন্ধকার পার্বত্য চট্টগ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত ।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত