এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরব রেলওয়ে ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মোঃ আলী মিয়া (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যু ঘটেছে । খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আজ বিকেল প্রায় সাড়ে পাচঁটার সময় ভৈরব ষ্টেশনের ২নং রেল লাইনে এ ঘটনা ঘটে। সে আশুগঞ্জ খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী। মো: আলী নাছির নগর থানাধিন মধ্যপাড়া গ্রামের মো: তাহের মিয়ার ছেলে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে । তখন ওই ব্যাক্তির দেহটি কয়েকটি খন্ড হয়ে যায়। ট্রেনটি তখন দ্রুত গতীতে চলছিল।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, মোঃ আলী মিয়া ঢাকা থেকে আশুগঞ্জে তার কর্মস্থলে যাওয়ার জন্য সিলেটগামী ভৈরবে বিরতিহীন কালনী একসপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরম করা হয়।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক