বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে আঃ মজিদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে ৷ তার মৃত্যু দেখে তার ছোট ভাই খোরশেদ (৪২) অজ্ঞান হয়ে পরেন ৷
সোমবার সকাল ৯ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে ৷ নিহত ব্যক্তি একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আঃ ওহাব মাঝির ছেলে ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে নিহত আঃ মজিদ এবং তার ছোট ভাই,খোরশেদ গাছ কাটতে আসে ৷ এ সময় গাছের ডালে রশি বাধঁতে গেলে বিদ্যুতের তারের উপরে পরে এবং রশি পানিতে ভেজা থাকায় সে বিদ্যুৎপৃষ্ট হলে গাছের নিচে থাকা তার ভাই চিৎকারে পাশের বাড়ীর লোকজন ঝড়ো হয় ৷ এবং মজিদকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে ৷এব্যাপারে বোরহানউদ্দিন পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বে থাকা লাইনম্যান আসাদুজ্জামান জানান, কোন প্রকার আবেদন ছাড়াই গতকাল তারা অন্য একটা গাছ কাটতে গেলে গাছ পরে বিদ্যুতের তিনটি সচল লাইনের দুটি লাইন ছিড়ে যায় ৷
খবর শুনে আমরা তাৎক্ষনিকভাবে লাইন বন্ধ করে সংযোগ বিছিন্ন করে রাখি ৷ তবে যে লাইনটি ছিড়েনি সেটা সচল ছিল ৷ আমরা গতকাল তাদেরকে গাছ কাটতে নিষেধ করে আসছি ৷ তারপরও আমাদের নিষেধ অমান্য করে না জানিয়ে গাছ কাটতে গেলে আজ এমন ঘটনা ঘটে ৷ওই ওয়ার্ডের মেম্বার সেলিম সিকদার জানান, ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই ৷ নিহত ব্যক্তির মৃত্যু নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় তার পরিবার দাফনের জন্য লাশ নিয়ে যায় ৷
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩