সোহেল মিয়া, নবীনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে সোমবার (২৫ নভেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হচ্ছে ওই গ্রামের মৃত জজ মিয়ার ছেলে শাহপরান, মৃত ধন মিয়ার ছেলে আ: করিম, মৃত জজ মিয়ার ছেলে মামুন ও শাহপরানের ছেলে সুমন মিয়া। অগ্নিকান্ডে নগতঅর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক শাহপরাণ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আমাদের ৪ বসতঘর পড়ে গেছে।
আমাদের প্রত্যেকে সরকারি ভাবে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা নগদ পেয়েছি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান মৌসুমী খায়ের বারী ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন, ক্ষতিগ্রস্ত ৪ কৃষকের পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক