কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য এর নেতৃত্বে সোমবার দুপুর ১২ট থেকে সাড়ে ৩টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশকে নিয়ে গঠিত এই টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।অভিযান চালিয়ে ১১হাজার ফুট পাইপসহ ২৭টি বোমামেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়া দুইটি কোয়ারীর বাঁধ কেটে সম্পূর্ণ পানিতে ডুবিয়ে দেয়া হয় এবং ৫ টি ট্রাক্টর এর চাকা ফুটো করা হয়। মোট ধবংসের পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকার সরঞ্জামাদি।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, অভিযান চালিয়ে ২৭টি মেশিনসহ প্রায় ৭০ লক্ষ টাকার সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। তবে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য যে, রোববার শাহ আরেফিন টিলায় হাসনু চৌধুরীর পাথর কোয়ারীতে গর্ত ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বার্তা প্রেরক-
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ