মো:আবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর- দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় রবিবার (২৪ নভেম্বর) রাতে ফেনীস্থ র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ মো. আবুল হাসান (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য আট লাখ তিনশত বায়ান্ন টাকা মূল্যে।
ফেনীস্থ র্যাব-৭ জানান, ফেনীর দাগনভূঞা থেকে নোয়াখালী পাঠানোর জন্য উপজেলার আজিজ ফাজিলপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে অপেক্ষমান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালায় র্যাব-৭ এর সদস্যরা। অভিযানকালে এক লাখ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ অনুমোদনহীন নকল ট্যাবলেটও উদ্ধার করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মো. আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাহাজাদাপুর গ্রামে।ফেনীস্থ র্যাব-৭ সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩