চাটখিল প্রতিনিধি: জামায়াত ইসলামী নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইবোনদের হত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরশহরে অবস্থিত চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে ১৫ ই আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় বাংলাদেশ জামায়াত ইসলামী চাটখিল উপজেলার শাখার উদ্যোগে বিক্ষোভ ও মিছিল সমাবেশের আয়োজন করা হয়।
পৌরসভা সেক্রেটারি সাফায়েত হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান।
আরও বক্তব্য রাখেন, পৌরসভা নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা নুর হোসেন রিয়াজ ও সহ সেক্রেটারি হুমায়ুন কবির সুমন প্রমূখ।
বক্তারা, তাদের জোরালো বক্তব্যে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম, খুন, ও ছাত্র জনতা হত্যার প্রতিবাদ ও বিচারের জোর দাবি জানান।
-মোঃ মনির হোসেন সোহেল-
আরও পড়ুন
বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশনের অফ ডিসি(বাকোডিসি)এর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ
জয়পুরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুহম্মদ আবদুল ওয়াহাব
ভৈরবে মেঘনার ভাঙ্গন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ