কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ২৪ নভেম্বর ২০১৯, উপজেলা মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় সাংসদ টিটু বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড।শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার আলোয় আলোকিত ব্যক্তি এবং জাতি সব সময় উন্নতি ও অগ্রগতির শীর্ষে অবস্থান করে।শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার।জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরন,স্কুল ড্রেস,দুপুরের খাবার বিতরন,নতুন নতুন ভবন নির্মাণ,উপবৃত্তি প্রদান,মেয়েদের বিনা বেতনে শিক্ষা প্রদান সহ নানাবিধ সুবিধা প্রদান করেছেন।এছাড়া সাংসদ টিটু শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান,সাবেক প্রধান শিক্ষক আহসান উদ্দিন মিয়া,সরকারী যদুনাথ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক আব্দুল্লাহ খিজির সহ অন্যান্যরা।অনুষ্ঠানশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সাংসদ টিটু।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত