মিয়া রাকিবুল,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা স্বপক্ষের জনসাধারণ।গত শনিবার সকাল ১১টায় উপজেলা সদর বাজারের চৌরাস্তা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন তাঁরা,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর প্রতিহিংসাবশত হাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে একই গ্রামের শামীম শেখ গং হামলা চালায় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত