মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ সবুজের পরিবারের পাশ্বে দাড়ালেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
তিনি গত ৯ আগষ্ট বেলা তিনটার সময় শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের শহীদ সবুজ হাসানের বাড়িতে যান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ সবুজের পিতা আজহার আলীর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।
এসময় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, শহীদ সবুজের জীবনের মূল্য আমরা দিতে পারবোনা। শহীদ সবুজ নিজেই একটা ইতিহাস। একটা খুনি সৈরশাসককে হটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে এই তরনরাই ইতিহাস রচনা করছেন।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা