হোম » সারাদেশ » শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ সবুজের পরিবারের পাশ্বে সাবেক এমপি রুবেল

শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ সবুজের পরিবারের পাশ্বে সাবেক এমপি রুবেল

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ সবুজের পরিবারের পাশ্বে দাড়ালেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

তিনি গত ৯ আগষ্ট বেলা তিনটার সময় শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের শহীদ সবুজ হাসানের বাড়িতে যান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ সবুজের পিতা আজহার আলীর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।

এসময় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, শহীদ সবুজের জীবনের মূল্য আমরা দিতে পারবোনা। শহীদ সবুজ নিজেই একটা ইতিহাস। একটা খুনি সৈরশাসককে হটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে এই তরনরাই ইতিহাস রচনা করছেন।

উল্লেখ্য গত ৪আগষ্ট শ্রীবরদীর রুপার পাড়ার আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান শেরপুরে কোটা সংস্কার ও বিভিন্ন স্থানে নিহতদের বিচারে দাবিতে বিক্ষোভ মিছিলে গিয়ে শহীদ হন।

Loading

error: Content is protected !!