আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দিরসহ ধর্মীয় স্থাপনা রক্ষায় রাতভর পাহারা দিচ্ছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কোন কোন জায়গায় মন্দিরে এবং সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালাচ্ছে। এসব প্রতিরোধে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হয়ে সংখ্যালঘু পরিবার, মন্দিরের নিরাপত্তায় পাহারা বসিয়েছেন।
সরেজমিনে শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার হরি মন্দির, কালি মন্দির ও বিষ্ণু পাগলের আশ্রম মন্দির ঘুরে দেখা যায়, হিন্দুধর্মাবলম্বী নেতাকর্মীদের সঙ্গে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা জানান, ‘উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের নেতৃত্বে আমরা রাত জেগে পৃথক পৃথক টীমে বিভক্ত বিভিন্ন হয়ে বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছি।’
আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, শুরুতে একটু আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই ছিলাম। কিন্তু এখন আমাদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে। আর ভয় আতঙ্ক নাই। কারণ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন। তাদের সাধুবাদ জানাই। আলফাডাঙ্গা উপজেলায় হিন্দুধর্মাবলম্বীদের ওপর কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, ‘বিএনপি সব সময় মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছুই নেই, সবাই দেশের নাগরিক। চলমান পরিস্থিতিতে কোন দুর্বৃত্তরা যাতে তাদের উপাসনালয়ে কোনো আঘাত বা হামলা করতে না পারে সেজন্য রাত জেগে বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পাহারা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ