বরগুনা প্রতিনিধিঃমা-বাবার সাথে অভিমান করে স্কুল থেকে মো. রাকিব হোসেন(১২) নিরুদ্দেশ হয়েছে বলে জানা গেছে। বরগুনার বামনা উপজেলার অযোদ্ধা গ্রামের মো.মঞ্জুল হোসেনের ছেলে।গত (৩০অক্টোবর) রোজ বুধবার মো. রাকিব হোসেনকে তার মা তাছলিমা বেগম তাকে স্কুলে দিয়ে আসে। তারপরে স্কুল থেকে সে আর বাড়িতে ফেরেনি এমনটাই জানিয়েছেন রাকিবের বাবা- মা।
রাকিবের বাবা মঞ্জুল জানান আমার ছেলে রাকিব স্কুলে রেগুলার স্কুলে যেতে চিতেন না তাই আমি র আমার ছেলেরসাথে রাগা রাগি করায় আমার সাথে অভিমান করে আর বাড়ি ফেরেনি বলে জানা।এব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জ্বামান জানান আমি নিরুদ্দেশ হওয়ার বিষয় জানি। আমার থানায় সাধারণ ডায়েরী ও হয়েছে আমি বিভিন্ন থানায় ছবি পাঠিয়েছি সন্ধান পেলে জানাবে।
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ