হোম » সারাদেশ » হোমনার দুই কৃতি সন্তান হলেন অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা

হোমনার দুই কৃতি সন্তান হলেন অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা

খন্দকার মেহেদী হাসান,হোমনা প্রতিনিধি: আসিফ নজরুল স্যার (জন্ম: ১২ জানুয়ারি ১৯৬৬)। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মিঠাইভাঙ্গা গ্রামের কৃতি সন্তান।  একজন  লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকাসূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক-শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ।
রিজওয়ানা হাসানের পৈতৃক নিবাস হবিগঞ্জ। তিনি ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মহিবুল হাসান। তার স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী।
তার স্বামীর বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের সাবেক জলীল চেয়ারম্যানের পুত্রবধূ।

Loading

error: Content is protected !!