হোম » সারাদেশ » জয়পুরহাটে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি 

জয়পুরহাটে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি 

ভারতে পাচারকালে ১৬  কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। গতকাল  বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর  এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ  জানান,  বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে বিজিবি সদস্যরা মহামূল্যবান ২  কেজি ৪৬৬ গ্রাম  সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত এ বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।
-জয়পুরহাট প্রতিনিধি-

Loading

error: Content is protected !!