এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনটে ২০ নভেম্বর গবাদি চিকিৎসক আব্দুস সবুর (৩৬) কে কুপিয়ে হত্যা কান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামের তারা পরিদর্শনে আসেন। বগুড়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম, মোঃ শরিফুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম ও এএসআই আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরির্দশন করেন। এর আগে গবাদি চিকিৎসক আব্দুস সবুর (৩৬) কে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি।
মানববন্ধনে এলাকাবাসি দ্রুত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আহবান জানান। তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তারা এলাকায় মাদকাসক্ত চিহিৃত সন্ত্রাসী ও শিবিরের ক্যাডার। অবিলম্বে তাদের আইনের আওতায় এন শাস্তি প্রদান করা হোক।
আরও পড়ুন
লালমনিরহাটে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর