হোম » সারাদেশ » পঞ্চগড়ে ৩৬৯ জন দরিদ্র এবং অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন

পঞ্চগড়ে ৩৬৯ জন দরিদ্র এবং অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন

পঞ্চগড়ে জেলা পরিষদ ও উপজেলা উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বোদা উপজেলার ৩৬৯ জন দরিদ্র অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার(১৮ জুলাই) দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ বটমূল চত্বরে বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন এমপি।
এ সময় নুরুল ইসলাম সুজন এমপি তার বক্তব্যে বলেন, বিএনপির জামায়াত নেতাকর্মীরা ভাববেন না, বাংলাদেশ আওয়ামী লীগ কোন ভুঁইফোড় রাজনৈতিক দল। বিএনপি জামায়েত উস্কানি দিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে আজ মাঠে নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চিন্তা চেতনা পরিবর্তন করতে, নয়তো এর পরিণাম ভালো হবে না।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম সুজন বলেন, গ্রামের মেঠো পথে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাবে তোমরা, তখন নিজেকে সাহসী মনে করবে সেই সঙ্গে আত্ম-নির্ভরশীল হয়ে উঠার পাশাপাশি জাতির জনকের সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা রাখবে।
বাইসাইকেল পেয়ে রনিক ইসলাম, তারেক রহমান রিফাত, বলেন তিন কিলোমিটার দূরত্ব স্কুল আর পায়ে হেঁটে যেতে হবে না, এখন থেকে সঠিক সময়ে স্কুলে যেতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌসভার মেয়র আজাহার আলী, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক জামিউল হক, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ২৫ লক্ষ টাকা ব্যায়ে বোদা উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে মোট ৩৬৯ টি বাইসাকেল বিতরন করা হয়।
-আল মাহমুদ দোলন –

Loading

error: Content is protected !!