হোম » সারাদেশ » বাসাইলে কোটা সংস্ককারের দাবিতে সড়ক অবরোধ

বাসাইলে কোটা সংস্ককারের দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল-সখীপুর সড়কের বাসাইল বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে কোটা সংস্কার আন্দোলন হয়েছে। 
বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টা থেকে বাসাইল শহিদ মিনার  সামনে থেকে তিন রাস্তার মোড়ে এসে দুই ঘন্টা সড়ক অবরোধ করে একদল  শিক্ষার্থী এই আন্দোলন করছে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে অনেক মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আন্দোলনরত এসব শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে।
কয়েকজন যাত্রী ও অটোচালক জানিয়েছেন, কোটা আন্দোলনের কারণে তারা সড়কে ঘণ্টাখানেক যাবত অবস্থান করছেন।
-সহদেব সূত্রধর সায়ন-

Loading

error: Content is protected !!