বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে ৷ বুধবার বিকাল ৪ টায় স্থানীয় মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাচরা ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত বার্ষিক সম্মলনে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শান্তানুর রহমান সিহাব মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং সাচড়া ইউনিয় আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যন মহিবুল্লাহ মৃধা ৷
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম ৷ এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মজিবুল্লাহ পলাশ বিশ্বাস ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি শাজাহান কাজি, যুবলীগ সভাপতি আলম হোসেন মৃধা, সাধারন সম্পাদক সেলিম সিকদার সহ স্থানীয় আ.লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৷
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিল ইসলাম রিপন মৃধা ৷ পরিশেষে, আগামী ১ বছরের জন্য ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সহ কমিটি ঘোষণা করা হয় ৷
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ