শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সড়ক আইন সিথিলের দাবিতে বগুড়ার শেরপুরে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গতকাল বুধবার সকাল থেকে যাত্রী সাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, শেরপুর উপজেলা থেকে বগুড়াগামী করতোয়া গেটলক, গোসাইবাড়ী-বগুড়া, সোনামুখী বগুড়া বাস সার্ভিস গতকাল বুধবার সকাল থেকেই কোন প্রকার পুর্ব ঘোষনা ছাড়াই যাত্রীবাহী বাস ও আন্তঃজেলা বাস, ট্রাকের চলাচল এবং দুরপাল্লার কোচ বন্ধ রয়েছে।
সকাল ১০টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ডে কর্মবিরতি পালন করা শ্রমিকেরা জানান, নতুন আইনে তাদের গাড়ি চালানো সম্ভব নয়। তাই তারা বাধ্য হয়ে কর্মবিরতি শুরু করেছেন। এ প্রসঙ্গে শেরপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিলন বলেন, বর্তমান সড়ক আইনের আওতায় গাড়ি চালোনা করা সম্ভব নয় বলে শ্রমিকরা সেচ্ছায় কর্মবিরতি করেছে। তবে সড়ক আইন সংশোধন করার দাবি জানান।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক