শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার সকালে ৬৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ বিক্রির জন্য আনা হয়। মাছটি দেখতে উৎসুক জনতা হুমরী খেয়ে পড়ে। জানা যায়, বগুড়ার ধুনটের গোসাইবাড়ি এলাকার যমুনা নদী থেকে স্থানিয় জেলেরা গত মঙ্গলবার রাতে মাছটি ধরেছে। পরে পাইকারী মাছ বিক্রেতা ইসমাইল হোসেন ওই বাঘা আইড়টি কিনে নেয় এবং বিক্রির জন্য গতকাল বুধবার সকালে শেরপুর পৌর শহরের স্থানিয় বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে।
মাছটি দেখতে উৎসুক জনতা হুমরী খেয়ে পড়ে। উৎসুক জনতার ভিড় দেখে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে।মাছ ক্রেতা এরশাদ হোসেন বলেন, মাছের দাম বেশী হলেও এত বড় মাছ কিনতে পেরে আমি খুশি হয়েছি।
মাছ বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, দাম ভালো পাওয়ার আশায় অন্য কোথাও না নিয়ে শেরপুরে মাছটি নিয়ে এসেছি।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক