হোম » সারাদেশ » কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই)  দুপুর ৩টার দিকে আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের একজন নাগরিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে মৃত রোহিঙ্গাকে নিয়ে  যারা এসেছিল তারা পালিয়ে গেছে।
এর আগে গত ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।

Loading

error: Content is protected !!