চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : সম্প্রতি ঘোষিত হয়েছে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৭ সালের হালদা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের জন্য পুরস্কার পাচ্ছেন চাটখিলের কৃতি সন্তান ড. আজাদ বুলবুল।
এই চলচ্চিত্রটি মোট পাচটি কেটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ৮ ই ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ড. আজাদ বুলবুল এর বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। রামনারায়ন পুর গ্রামের বিশু পাটোয়ারি বাড়ির মৃত খোকন পাটোয়ারি ছেলে। তিনি ১৯৬৫ সালে ১ লা নভেম্বর জন্ম গ্রহন করেন। এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০ টি। তার লেখায় উঠে এসেছে উপজাতির ও আধিবাসীদের জীবন যাত্রা, সুখ, দুখ, পারিবারিক ও সামাজিক সম্পর্কের কথা। ড. আজাদ বুলবুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ -পরিচালক হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য যে, ইতিমধ্যে এইচ এম ইব্রাহিম পযোযিত হালদা চলচ্চিত্রের জন্য তৌকির আহমেদ পরিচালিত তিসা, ফজলুর রহমান বাবু
মোশারফ করিম, রুনা খান ও জাহিদ হাসান দেশ বিদেশে প্রশংসিত হয়েছেন।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬