আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকায় জাতীয় আয়কর মেলার শুভ উদ্বোধন উপসহকারী কর কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।আয় করে প্রবৃদ্ধি,দেশ ও দশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বণার্ঢ্য আয়োজনে অনুষ্ঠানটি ১৭ই নবেম্বর রোববার পৌর সদরের ওয়াহেদ টাওয়ারের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপসহকারী কর কমিশনার (সার্কেল ১৭ভালুকা) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় আয়কর মেলা ২০১৯(ভালুকা) এর শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং বক্তব্য রাখেন, মহিলা সংরক্ষিত আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার,মাসুদ কামাল,এড্যভোকেট সাদিক হোসেন,সভাপতি, দি ট্যাস্রেস বার এস্যোসিয়েশন ময়মনসিংহ,ও উপসচিব,বাংলাদেশ ট্যাস্র ল’ইয়ার্স এস্যোসিয়েশন ঢাকা,সম্মানিত করদাতাদের প্রতিনিধি,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,সম্মানিত করদাতাদের প্রতিনিধি,জেলা আওয়ামী লীগের,আলহাজ্ব এম,এ,ওয়াহেদ,সম্মানিত করদাতাদের প্রতিনিধি,জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল,ইসলাম সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা।
উদ্বোধনের পর আয়কর মেলা/১৯,সার্কেল ১৭ ভালুকা,কর অঞ্চল, ময়মনসিংহ ভালুকার পৌর মেয়র ডাঃ একে,এম মেজবাহ উদ্দিন কাইয়ুম সহ বিভিন্ন জনেরা কর প্রদান করেন এবং কর গ্রহন করেন উপ পরিচালক মিজানুর রহমান।অন্যদের মধ্যে শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,কৃষিবীদ হামিদুর রহমান,নুরে আলম জিকু,সাজ্জাত আহমেদ রাসেল,প্রমুখ উস্থিত ছিলেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত