মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি :দাগনভূঞা থানা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞাকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা হল রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঁঞা।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদারের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়, থানার ওসি (তদন্ত) প্রার্থ প্রতীম দেব, উপ-পরিদর্শক মশিউর রহমান , এএসআই দেলোয়ার হোসেন , দেশটিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে থানার কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক