জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ জমিতে নতুন পলি পড়ার কারণে ঠাকুরগাঁয়ের হরিপুরে শীতের সবজি হিসাবে বাঁধাকপির বাম্পার হয়েছে। বিক্রিও হচ্ছে দেদার। লাভ পেয়ে খুসি চাসিরা । উৎপাদনের লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাওয়ার আশা করেছেন উপজেলা কৃষি কর্মর্কতা ও চাষিরা।
কপির বাম্পার ফলন হওয়ায় এবার কৃষকরা বেশী লাভবান হয়েছে। সরকারের কৃষি পরিবেশ বান্ধবনীতি ও সার বীজের সহজ লভ্যতার কারণেই হরিপুরে উপজেলায় বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে বলেও মনে করছেন তারা।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক