উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোর সন্ধানে অভিযাত্রা সংগঠনের হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যাগে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার উপকরণ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার চর-প্যাচরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে পঞ্চম শ্রেণির ৩১ জন শিক্ষার্থীদের মাঝে কলম,খাতা,ফাইল বিতরণ করা হয়।
এরপর অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার বাহিনীর সহকারী অ্যাডজুট্যান্ট মোঃ সেলিম রেজা,তিনি ভবিষ্যত প্রজন্ম কে মাদকের সংস্পর্শে না যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন এবং মাদক,বাল্য বিবাহ, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। তিনি আরো জানান ভবিষ্যত প্রজন্ম কে এগিয়ে নিতে নৈতিকতার সাথে মাদকের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পরিবেশবাদী এক্সিম ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আবুল হোসেন,আলোর সন্ধানে অভিযাত্রা সংগঠনের পরিচালক সোহেল রানা,রাশিদুল ইসলাম, আসলাম হোসেনসহ প্রমূখ।আলোচনা সভা শেষে এলাকায় পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩