জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর টাস্কফোর্স অভিযানে ০৪টি কষ্টিপাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপাজেলার বর্ষাইল নামক স্থান হতে এই ০৪টি কষ্টিপাথরের মুর্তি উদ্ধার করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সদস্যরা। শহরের বর্ষাইল ইউনিয়নের হাবিবুর রহমানের বাড়ির পার্শ্বে তল্লাশী চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩৮ কেজি, ৩৫ কেজি, ১৪.৮৫০ কেজি এবং ১৩ কেজি ওজনের সর্বমোট ১০০.৮৫ কেজি ওজনের ০৪টি কষ্টিপাথরের মুর্তি যার আনুমানিক মূল্য ১০০৮৫০০০( এক কোটি পচাশি হাজার টাকা) উদ্ধার করে বিজিবি।গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কষ্টিপাথর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত কোন অপরাধীকে এখনো গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে বিজিবির অধিনায়ক।
নওগাঁয় ব্যাটালিয়ন অভিযানে ০৪টি কষ্টিপাথরের মুর্তি উদ্ধার

আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩