লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ ৬ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ হাতিম হোসেন লিমন (২৪) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মাহালদার পাড়ার জাহেদ হোসেনের পুত্র ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক (পাশ) ২য় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষার্থী ছোট ভাই হামিম হোসেনকে পরীক্ষা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে আনতে যাবার পথে ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো চ-১১-৩৯৪৩) সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাতিম গুরতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩