রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ এলাকার করতোয়া নদীপাড়ের জংগলে অবমুক্ত করা হয়েছে। অবমুক্তকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহমেদ, বন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয় জানান, রোববারর রাতে একটি মেছো বাঘ উপজেলার নেওয়ারগাছা গ্রামে মোঃ তোফাজ্জল হোসেনের বাড়িতে ঢোকে। বাঘটি দেখে বাড়িতে অবস্থানরত লোকজন ভয়ে চিৎকার করে। চিৎকার শুনে পার্শ^বর্তী লোকজন এসে মেছো বাঘটিকে পেটায়। আহত অবস্থায় তোফাজ্জল বাঘটিকে লোকজনের হাত থেকে উদ্ধার করে তার একটি ঘরে আটকিয়ে তাকে (জয়) খবর দেয়। সোমবার সকালে সম্পাদক জয়নাল আবেদীন জয় উপজেলা কর্মকর্তাকে নিয়ে মেছো বাঘটিকে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। এখানে বাঘটিকে চিকিৎসা দিয়ে করতোয়া নদীপাড়ের জংগলে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহমেদের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, মেছো বাঘ এখন দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেছো বাঘের আর দেখাই মেলে না। বাঘটি কোন বড় বন বা জংগল থেকে যেকোন উপায়ে বেরিয়ে এসেছে। এ বাঘ সাধারনত মাছ খেয়ে জীবন ধারণ করে থাকে। এটিকে চিকিৎসা দিয়ে এলাকায় করতোয়া নদীপাড়ের জংগলে ছেড়ে দেওয়া হয়েছে
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত