শনিবার বিকাল ৫টায় শহরের ম্যাক্স মোটেলে সাহিত্য জিজ্ঞাসা,বগুড়ার আয়োজনে শনিবারের সাহিত্য আড্ডা’র ৩০০তম আড্ডা বিভিন্ন আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা, স্বরচিত কবিতা পাঠ ও ২৫জন কবি-সাহিত্যিকের মাঝে শুভেচ্ছা পদক প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,পর্যায়ক্রমে কবি মনসুর রহমান, সৈয়দ বুলান্দ আকতার, এস এম শাজাহান, খৈয়ম কাদের, পান্না করিম, রায়হানুল ইসলাম, এসএম হিসাম, এস এম আবু সুফিয়ান, সাহাব উদ্দিন হিজল, মেহনাজ সুলতানা, খাজা রতন, শুভ্রা সাহা, শারমিন সিমা, উজ্জল হোসেন, হারুন অর রশীদ প্রধান, একে আজাদ, মাসুদ রানা, মোস্তাফিজার রহমান, শেখ ফরিদ প্রমুখ। সমগ্র অনুষ্টানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সমস্পাদক কবি মতিয়ার রহমান। এর আগে প্রয়াত কবি-প্রাবন্ধিক রেজাউল করিম চৌধুরী ও আব্দুল মান্নান সরদার-এর মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সাহিত্য-জিজ্ঞাসা,বগুড়ার আয়োজনে শনিবারের সাহিত্য আড্ডা’র ৩০০তম আড্ডা উদযাপন

আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬