মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিআরডিবি হল রুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবায়িত বিন করিম, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি মোঃ মনছুরুল হক বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা।এছাড়াও বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ উল্যাহ, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আবুল ফারাহ, যুই সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি কামরুল ইসলাম ক্লাইভ প্রমুখ।শেষে দশটি সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬