মিয়া রাকিবু,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সমবায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে এক সমবায় র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা অসিম কুমার নাগের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ)।উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা স্বপন কুমার দত্ত ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ