উল্লাপাড়া,সিরাজগঞ্জ, প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়ায় কথিত জ্বীনের বাদশা বাচ্চু মিয়া (৩০) নামে এক প্রতারক কে আটক করেছে জনতা। উপজেলার দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কালিয়াপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।অর্থ সম্পদ দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাচ্চু উল্লাপাড়ার দহপাড়া, শ্রীকোলা সহ কয়েকটি গ্রামের নারীদের নিকট লক্ষাধিক টাকা এবং স্বর্ণালংকার নিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দহপাড়া গ্রামবাসী ঘটনার সময় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের সহায়তায় বাচ্চু কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান বাচ্চু মিয়া নিজেকে জ্বীনের বাদশা পরিচয়ে বিশেষ করে নারীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে গত এক মাসে সে উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের নাসিমা খাতুনের নিকট থেকে টাকা দ্বিগুণ করে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা, দহপাড়া গ্রামের হোসনে-আরা খাতুনের কাছ থেকে ২৫ হাজারসহ স্থানীয় নারীদের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এরপর কয়েক নারী কে স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার কথা বলে বাড়িতে সংরক্ষণ করার কথা বলেন।উল্লাপাড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক দিলিপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক