এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি :কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন জনৈক জব্বার জুট মিলস্ এর সামনে খোলা মাঠে মাদক সেবন করার অপরাধে ৭ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেছে ভৈরব র্যাব ক্যাম্প-১৪। র্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা গণের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ ৩১ আক্টোবর বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ভৈরব থানাধীন পঞ্চবটি এলাকায় জব্বার জুট মিলস্ এর সামনে থেকে মোঃ মোক্তার হোসেন (৩২), পিতা মোঃ মজিবর রহমান, ঘোড়া কান্দা, মোঃ নাইম মিয়া (৩০), পিতা মৃত নুরুল হক, সাং কমলপুর, মোঃ শাহিন মিয়া (৩৭),
পিতা-মৃত আব্দুল আলিম, সাং ঘোড়াকান্দা, মোঃ আরমান (৩৫), পিতা মোঃ আব্দুল ছাত্তার, সাং ঘোড়াকান্দা, মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা মৃত ইধন মিয়া, সাং-কমলপুর (আমলাপাড়া), মোঃ সুজন মিয়া (৩১), পিতা মোঃ মস্তু মিয়া সাং পঞ্চবটি , শ্রী বলাই চন্দ্র দাস (৩৩), পিতা গোপাল চন্দ্র দাস, সাং ছয়সুতি, মোঃ ধন মিয়া (৩০), পিতা আব্দুর রহমান, সাং ছয়সুতি, উভয় থানা- কুলিয়ারচর, দ্বয়কে ইয়াবা এবং গাঁজা সেবন করার সময় গ্রফতার করা হয়।মাদকদ্রব্য সেবনের দায়ে উক্ত আসামীগনকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজান তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ০৭ জনের ছয় মাস ও মোঃ শাহিন মিয়ার ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আরও পড়ুন
রাবির হলগুলোতে নৈরাজ্যের প্রতিবাদে অধ্যাপক ফরিদের প্রতীকী অনশন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন