হোম » সারাদেশ » সরিষাবাড়ী সুবর্ণখালী নদীর উপর ব্যাক্তিগত অর্থায়নে নির্মিত ৩’শ ফুট কুলপাল কাঠের ব্রীজ উদ্বোধন

সরিষাবাড়ী সুবর্ণখালী নদীর উপর ব্যাক্তিগত অর্থায়নে নির্মিত ৩’শ ফুট কুলপাল কাঠের ব্রীজ উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় যমুনার শাখা সুবর্নখালী নদীর উপর নির্মিত ৩’শ ফুট দৈঘ্য এবং ৮ ফুট প্রস্থ্য কুলপাল কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রæয়ারী) উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও হাইকোর্টের আইনজীবি আলহাজ মোস্তাফিজুর রহমান দিপু নিজের অর্থায়নে নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন করেন। আবেদ আলীর সভাপতিত্বে কুলপাল খেয়াঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইদ্রিস আলী মন্ডল, শিক্ষক রাশেদুজ্জামান ডালিম, মনিরুজ্জামান মনির, জাকির হোসেন জুয়েল, আঃ মোত্তালেব, আঃ রহিম, আঃ কাদের, ঈমান আলী, বীর মুক্তিযোদ্ধা
আঃ হক, শাজাহান আলী, বাদল মিয়া, হোসাইন আহম্মেদ, নজরুল ইসলাম, শিল্পি আক্তার প্রমূখ। কাঠের ব্রীজ তৌরী হওয়ায় পুরান ঘাট, কুলপাল, দামেসাদরপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ জনের যাতায়াতে সুবিধা হবে।

এ ছাড়াও অসুস্থ্য গর্ভবতী নারী, বৃদ্ধ, শিশুদের মূমুর্ষাবস্থায় চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, উৎপাদিত ফসলাদি পরিবহণ এবং বাজারজাত করণে অনেক সহজ হবে বলে স্থানীয়রা জানান।

Loading

error: Content is protected !!