হোম » শহর-নগর » কিশোরগঞ্জে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলা সমাবেশ-২০২৩ সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা কমান্ডেন্ট শুভ্র চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ঢাকা রেঞ্জ কমান্ডার) মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোস্তাক সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
এ সময়, জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, মুজিব নগরের আম্র কাননে আমার পিতা শহীদ সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করা আনসার বাহিনীর ১২ জন গর্বিত সদস্যকে স্মরণ করছি।এই বাহিনীর ভাষা আন্দোলনে রয়েছে গৌরব উজ্জ্বল ভূমিকা।
এ বাহিনীর ভাষা সৈনিক আব্দুল সাত্তার ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৬৭০ জন বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল আনসার সদস্যদের তিনি শ্রদ্ধা জানিয়ে বলেন, এ বাহিনী একটি সুশৃংখল বাহিনী, দেশের যেকোনো কঠিন মুহূর্তে এই বাহিনীর রয়েছে প্রশংসনীয় ভূমিকা।আপনারা জানেন ২০১৩ সালে বিএনপি-জামাতের অগ্নি সংযোগে, যাত্রীবাহী ট্রেন-বাস রক্ষায় আনসার বাহিনীর অপারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আওয়ামী লীগ সরকার এই বাহিনীর আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে সদস্য-সদস্যাদেরকে কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে সেলাই মেশিন, বাই সাইকেল, ছাতা পুরস্কার হিসেবে প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এবং রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলাম।কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তাসহ, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ২৫০ জনের বেশি আনসার-ভিডিপি সদস্য-সদস্যা সমাবেশে অংশগ্রহণ করেন।
error: Content is protected !!