মোঃ আবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার হাজী সুয়াগাজী হিফজুল কোরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোজাম্মেল হক মিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আবুল কাশেম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নিরাপদ সড়ক আন্দোলনের দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম.রহমান সোহেল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলম প্রমুখ। এসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত